প্রধানমন্ত্রী শাহবাজ ও তাঁর ছেলেকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আগামী ১৪মে আদালতে হাজির হতে হবে। আদালতে হাজির হতে হবে তাঁর ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শরিফকেও।
অর্থ পাচারের মামলায় তাঁদের আদালতে হাজির হওয়ার এই নির্দেশ দেওয়া হয়েছে গতকাল বুধবার। কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছেন। খবর দ্য ডন ও জিও নিউজের।
চলতি মাসের শুরুর দিকে এই মামলায় অভিযোগ গঠনের কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুপস্থিতির কারণে পরবর্তী দিন ধার্য করা হয় ২৭ এপ্রিল। কিন্তু এদিনও প্রধানমন্ত্রী শাহবাজ আদালতে হাজির হতে পারেননি।
এ কারণে বিশেষ আদালত প্রধানমন্ত্রী শাহবাজ ও তাঁর ছেলে হামজাকে আগামী ১৪ মে আদালতে হাজির হতে লিখিত আদেশ দেন। একই সঙ্গে এই মামলার অন্য আসামিদেরও আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বিশেষ আদালতের আদেশে বলা হয়েছে, ‘এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, আগামী শুনানিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আদালতে হাজির হতে। এই শুনানিতেই চলমান মামলার অভিযোগ গঠন করা হবে।’ আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ আদালতে হাজির না হওয়ায় বুধবার (গতকাল) অভিযোগ গঠন করা হয়নি।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজের আইনজীবী আদালতে আবেদন করেন, মন্ত্রিসভার বৈঠকে ব্যস্ত থাকার কারণে প্রধানমন্ত্রী আদালতে হাজির হতে পারেননি। আদালত সেই আবেদন গ্রহণ করেন।
গত ৯ এপ্রিল মধ্যরাতে জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিএমএলের (এন) নেতা শাহবাজ শরিফ।