আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ৭ মে
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আগামী ৭ মে আহ্বান করা হয়েছে। ওই দিন গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেছেন, ‘আগামী ৭ মে কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ মে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে, কখন বৈঠক শুরু হবে, তা এখনও নির্ধারণ হয়নি। নেত্রী বিস্তারিত নির্দেশনা দেবেন।’
এর আগে, গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপর গত ৮ ফেব্রুয়ারি গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘ প্রায় ছয় মাস পরে আগামী ৭ মে কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে যাচ্ছে। আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর মাসেই শেষ হবে। দলটি গত দুটি সম্মেলন নির্ধারিত সময়েই করেছে। ২২তম জাতীয় সম্মেলন নির্ধারিত সময়েই হবে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত হতে পারে বলে একাধিক নেতা জানিয়েছেন।
এ ছাড়া সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বিষয়েও সিদ্ধাত আসতে পারে বলে জানিয়েছেন একাধিক নেতা।