আজ শেন ওয়ার্নকে সম্মান জানাবে রাজস্থান রয়্যালস
১৪ বছর আগে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শেন ওয়ার্নের নেতৃত্বেই নিজেদের একমাত্র আইপিএল শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। আজ শনিবার সেই একই স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে তারা। ম্যাচটিতে আজ বিশেষ জার্সি পড়ে প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে সম্মান জানাবে রাজস্থান।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছে রাজস্থান। নিজেদের অফিসিয়াল টুইটারে সেই জার্সি পরা ক্রিকেটারদের ছবি পোস্ট করেছে রাজস্থান। ক্যাপশনে লেখা হয়েছে ,‘একজন বিশেষ ব্যক্তির সম্মানে এক বিশেষ জার্সি’।
জার্সির কলারে লেখা আছে শেন ওয়ার্নের নামে আদ্যক্ষর। জার্সি নম্বর হবে ‘এসডব্লিও ২৩’। এ ছাড়া ডাগআউটে থাকা ম্যাচের বাকিরাও পরবেন ওয়ার্নের পরা ২৩ নম্বর জার্সি।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গ্যালারির একাংশকে শেন ওয়ার্ন ট্রিবিউট গ্যালারির রূপ দেওয়া হবে। বিশেষ ম্যাচটিতে ওয়ার্নের ভাই জেসনকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ।
গত ৪ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে মারা গেছেন এই অসি তারকা। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।
বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একেবারে সর্বোচ্চ সারিতে শেন ওয়ার্নের নাম রয়েছে। ১৪৫টি টেস্ট ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন, লাল বলের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১৯৪টি ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তাঁর।
১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন শেন ওয়ার্ন। ওই বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। গত অ্যাসেজেও তাঁকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। ওয়ার্নের আকস্মিক এই মৃত্যুতে বড় ধাক্কা খেয়েছে ক্রিকেট দুনিয়া।