রিয়াল মাদ্রিদের শিরোপার উৎসব
ফুটবলে দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ বলুন আর স্প্যানিশ লিগ—দুটোতেই আধিপত্য রেখেছে সমান ভাবে। একদিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার অপেক্ষা। আরেকদিকে ছন্দ ধরে রেখে লা লিগায় নিজেদের ৩৫তম শিরোপা ঘরে তুলল কার্লো আনচেলত্তির দল।
গতকাল শনিবার রাতে শিরোপা জিততে এস্পানিওলের বিপক্ষে স্রেফ ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো রিয়ালের। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল শুধু নিয়ে সন্তুষ্ট নয় বরং তুলে নিয়ে বিশাল জয়। বড় জয়ে শিরোপার উৎসবে ভাসল এবারের চ্যাম্পিয়নরা।
লা লিগার ম্যাচে গতকাল রাতে এস্পানিওলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন রদ্রিগো। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মার্কো আসেনসিও। শেষ দিকে বদলি হয়ে নেমে জালে দেখা পান আসরের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা। তাতে বড় জয় নিয়ে রেকর্ড শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ।
এবারের লিগে ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে মোট ৮১ পয়েন্ট নিয়ে ট্রফি নিশ্চিত করল রিয়াল। এখনো চার ম্যাচ বাকি তাদের। এই তালিকায় সেভিয়া ৬৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।
স্প্যানিশ লিগটিতে রিয়ালের রেকর্ড ৩৫তম শিরোপা এটি। এ ছাড়া দলটির কোচ কার্লো আনচেলত্তিও প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবগুলোর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন। প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সেরি আ, লিগ ওয়ান ও লা লিগা—সবগুলোতেই শিরোপাজয়ী কোচের তকমা পেলেন বেনজেমা-ভিনিসিউসদের গুরু।