আপনার জিজ্ঞাসা
ঈদের দিনের আমল কেমন হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৯তম পর্বে একজন চেয়েছেন, ঈদের দিনের আমল কেমন হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈদের দিনের আমল কেমন হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা জানি, ঈদ যেমনভাবে আনন্দ ও উৎসবের দিন, তেমনি ঈদ কিন্তু মুসলিমদের জন্য একটি ইবাদতের দিনও। রাসুল (সা.) ঈদ পালনের ক্ষেত্রে একটি সুন্নাহর বিধান দিয়েছেন, যাতে আমরা অতি-আনন্দ করতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন না করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, আমরা সবাই এসব সুন্নাহগুলো জানি না। তাই অনেকে মনে করেন, ঈদের দিন শুধু খুশির, তাই যা ইচ্ছে, তা-ই করা যাবে।ঈদুল ফিতরে প্রথম সুন্নাহ হচ্ছে, পবিত্রতা অর্জন করবে। গোসল করে ভালো জামাকাপড় পড়বে। এটা অবশ্যই সামর্থ্যর মধ্যেই। আয়োজন মানে বিলাসিতা নয়। যার যতটুকু সম্ভব, সে ততটুকু করবেন। দ্বিতীয়ত, ঈদের সালাতে যাওয়ার আগে হালকা মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাবেন। রাসুল (সা.) খেজুর খেয়ে যেতেন। তৃতীয়ত হলো, চাঁদ দেখার পর থেকেই তাকবির শুরু হয়। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময়ও তাকবির দেবেন। আল্লাহ কোরআনে, তাকবিরের কথা আলাদা করে স্পষ্ট করেছেন। তাকবিরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি ঈদের নিদর্শন। চারদিকে আল্লাহর তাকবির হবে। এতে দারুণ আবহ তৈরি হবে। এরপর ঈদগাহে হেঁটে যাওয়া। যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া, আবার আসার সময় আরেক রাস্তা দিয়ে আসা। তবে, ফেরার পথে তাকবির দেওয়ার দরকার নেই। ঈদের দিন মুসল্লিদের পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করা—এটা ঈদের একটা বড় দিক।