বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি, সারা দেশে উদ্যাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
এক মাস সিয়াম সাধনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। এরই মধ্যে সারা দেশের বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এরই মধ্যে করোনা মহামারিতে দুবছর বন্ধ থাকার পর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জামাতটি অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।
এ ছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে দুটি বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ময়দান এবং খোলা মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
তবে, দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
এদিকে, ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।
আমাদের নিজস্ব প্রতিবেদিক ও প্রতিনিধিদের পাঠানো খবর
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম : সকাল ৮টায় জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মুহম্মদ আলাউদ্দিন। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
অপরদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষ জামাতগুলোতে অংশ নেন।
সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ. ম সাজু, রাজশাহী : রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঈদগাহে কোনো জামাত অনুষ্ঠিত হয়নি এবার।
নগরীর কেন্দ্রীয় ঈদগাহসহ কোনো ঈদগাহে বৃষ্টির কারণে নামাজ পড়তে পারেননি মুসল্লিরা। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে পশ্চিম দিক থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় ঘণ্টাখানেক ধরে। এরপর বেলা সাড়ে ৮টা পর্যন্ত চলে ঝিরিঝিরি বৃষ্টি। ফলে ঈদগাহগুলো নামাজ আদায়ের অনুপোযোগী হয়ে পড়ে।
এ কারণে পাড়া-মহল্লায় স্থানীয় মসজিদে মসজিদে দফায় দফায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। নগরীতে শাহ মখদুম ঈদগাহের পরিবর্তে নামাজ অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম দরগা মসজিদে। সকাল ৮টা ও সকাল ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এখানে।
এ ছাড়া সাহেব বাজার বড় মসজিদ, বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, রুয়েট জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন সকাল সাড়ে ৮টায় নগরীর কাদিরগঞ্জ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এদিকে, করোনার ধকল কাটিয়ে দুই বছর পর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ বৃষ্টির কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত করতে না পারায় দুঃখপ্রকাশ করেছে। তারা বলেছে—বিপুল অর্থ ব্যয় করে নগরীতে বহু ঈদগাহ সাজানো হয়েছিল ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু, ঝড়ে সব ভেঙে গেছে।
এদিকে, দুই বছর পরও ঈদগাহে নামাজ আদায় না করতে পেরে আক্ষেপ করেছেন মুসল্লিরা।
আইয়ুব আলী, ময়মনসিংহ : মুষলধারে বৃষ্টির মধ্যেই ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে জেলায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
এ জামাতে আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া বড় মসজিদ, মার্কাস মসজিদ, ময়মনসিংহ সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলায় দুই হাজার ৪৫০টি মাঠে এবং বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নাসির আহমেদ, গাজীপুর : সকাল ৮টায় ভাওয়াল রাজবাড়ী মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. কামরুল ইসলাম নোমানী।
প্রধান ঈদ জামাতে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশরার জাকির হাসানসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন উপজেলায় শতাধিক বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
কে এম সবুজ, ঝালকাঠি : ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
মহামারি করোনায় দুবছর বন্ধ থাকার পর এ বছর মসজিদ ও ময়দানজুড়ে অনেক সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন। জেলা প্রশাসক মো. জোহর আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম জামাতে নামাজ আদায় করেন। এ ছাড়া জেলার তিন শতাধিত মসজিদ ও ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।