জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদ্মা সেতু উদ্বোধন করবেন।
নোয়াখালীতে আজ বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গত ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ডাক দিয়ে সফল হয়নি। তারা আর সফলতার মুখ দেখবে না। বিএনপির আন্দোলনের কথা শুনলে জনগণ হাসে।
নিজ এলাকার দলীয় অভ্যন্তরীণ সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাম্প্রতিক সংকট সমাধান হওয়ার পথে।
এসময় তার সাথে ছিলেন চাটখিল সংসদীয় আসনের এমপি এইচ এম ইব্রাহিম, হাতিয়া আসনের সংসদ সদস্য আয়সা আলী খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম প্রমুখ। এরপর বিকেলে তিনি কবিরহাট বাজারে পথসভায় এবং নোয়াখালী জেলা সদরে আওয়ামী লীগ অফিসে বক্তব্য দেন।
এর আগে আজ সকালে উপজেলার রাজাপুর গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবর জিয়ারত করেন। এতদিন অসুস্থতা ও করোনা পরিস্থিতির কারণে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ-কবিরহাটে আসতে পারেননি। দীর্ঘ প্রায় ৩৩ মাস পর ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা সফর করলেন।
এদিন দুপুরে নিজ বাড়িতে জেলা আওয়ামী লীগ ও কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার প্রায় ৮ হাজার নেতাকর্মীকে নিয়ে ভোজে যোগ দেন। এদিকে আওয়ামী লীগের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল অনুসারীরা কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মন্ত্রী ওবায়দুল কাদেরকে সংবর্ধনা ও ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিকেল ৫টার দিকে নোয়াখালী সার্কিট হাউজ ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় সভায় যোগদান করেন ওবায়দুল কাদের।