স্বামীর হাতে মার খেয়ে ঘ্রাণশক্তি হারিয়েছিলেন ভারতের এই নায়িকা
ভারতের বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে সাবেক স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের ‘লকআপ’ শোতে এসে পুনম অভিযোগ নিয়ে এসেছেন সাবেক স্বামীর মারধরের ফলে মস্তিষ্কে আঘাত পান; যে জন্য ঘ্রাণশক্তিও হারিয়ে ফেলেছিলেন তিনি।
এই অভিযোগ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে পুনম পান্ডে আরও জানিয়েছেন, ‘আমি কোনও জিনিসের গন্ধ পেতাম না। ব্রেইন হ্যামারেজের কারণে এটা হয়েছিল। তবে আমি এখন মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক সুস্থ। তবে মস্তিষ্কের চোট পুরোপুরি সারেনি; কারণ, আঘাত পাওয়া জায়গাতেই স্যাম ফের মারত।’
পুনমের দাবি, কুকুরদের ভালোবাসার জন্যও স্বামীর হাতে বেধড়ক মার খেতে হতো তাঁকে।
এর আগেও সাবেক স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন পুনম পান্ডে। অভিযোগের ফলে জেলেও গিয়েছিল তাঁর স্বামী।
শুধু তা-ই নয়, বিয়ের ঠিক ২১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন খোলামেলা পোশাকের জন্য বিতর্কিত এই নায়িকা।