দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও ব্যক্তিগত যানবাহনের চাপ বাড়ছে
আজ শনিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট এবং দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী পরিবহণ ও ব্যক্তিগত যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের প্রতিটি ফেরিতে যাত্রীবাহী পরিবহণ, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও সাধারণ যাত্রী পারাপার হলেও দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় চার কিলোমিটার সড়কে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যাত্রীবাহী পরিবহণসহ অন্যান্য যানবাহন।
ঘণ্টারর পর ঘণ্টা অপেক্ষায় থেকে সময়মতো নদী পার হতে না পারায় ভোগান্তিতে পড়েছেন এ পথের যাত্রী ও চালকেরা।
দৌলতদিয়া স্থানীয় বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বতমানে ২১টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে থাকায় এ ঘাটে নদী পার হতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।