অধিনায়কত্ব ছাড়লেন হাশিম আমলা
বেশ কিছুদিন ধরেই রানখরায় ভুগছিলেন হাশিম আমলা। ২০১৫ সালে ১২টি ইনিংস খেলে অর্ধশতক করেছেন মাত্র একটি। ১২ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৫১ রান। আটটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র একটিতে। ফলে সমালোচনা শুরু হয়েছিল আমলার অধিনায়কত্ব নিয়েও। এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ২০১ রানের দারুণ ইনিংস খেললেও ব্যর্থতার দায় ঠিকই স্বীকার করে নিয়েছেন আমলা। সরে দাঁড়িয়েছেন অধিনায়কত্ব থেকে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে আমলা খেলেছেন ২০১ রানের দারুণ ইনিংস। প্রোটিয়ারাও টেস্টটি শেষ করেছে ড্র করে।
তবে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার কাজটা অন্য কেউ আরো ভালোমতো করতে পারবেন বলে মনে করছেন আমলা, ‘আমার মনে হচ্ছে অন্য কেউ এই কাজটা ভালোমতো করতে পারবেন। এই সিদ্ধান্ত গত কয়েক দিনে নেওয়া হয়নি। অন্তত দুই সপ্তাহ আগে থেকেই এটা ঠিক করা ছিল। আমি এ ব্যাপারে আগেই কয়েকজনের সঙ্গে কথা বলেছি। কাজেই জিনিসটা সবার কাছে খুব বেশি আকস্মিক কিছু হবে না।’
টেস্টে আমলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা খেলেছে মোট ১৪টি টেস্ট। জিতেছে চারটি ম্যাচ। হেরেছে চারটি ম্যাচে। ড্র হয়েছে ছয়টি ম্যাচ।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০১ রানের ইনিংস খেলার পথে একটি মাইলফলকও স্পর্শ করেছিলেন আমলা। দক্ষিণ আফ্রিকার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেছেন টেস্টে সাত হাজার রান। প্রোটিয়াদের পক্ষে সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় আমলার নাম এখন আছে পঞ্চম স্থানে।