মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে কমেছে যাত্রীর চাপ
মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীর চাপ কমতে শুরু করেছে। আজ রোববার সকালের পর যাত্রীবাহী পরিবহণ কম আসায় লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ঢল সীমিত হয়ে যায়।
এদিকে শেষ মুহূর্তে ফেরি সার্ভিসে যোগ হয়েছে একটি বড় টানা ফেরি। ফলে ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস ও হালকা যানবাহনও কমতে শুরু করেছে। তবে ঘাট কর্তৃপক্ষের দাবি, আজও সন্ধ্যা পর্যন্ত কিছুটা যাত্রী ও পরিবহণের চাপ থাকবে। এরপর থেকে স্বাভাবিক হবে ঘাটের সার্ভিস।
ঈদের দ্বিতীয় দিন থেকেই কর্মজীবী মানুষের রাজধানীমুখী চাপ বাড়তে থাকে বাংলাবাজার ফেরিঘাটে। গত তিন দিনই যাত্রীদের ঢল নামে ঘাটে। লঞ্চ, স্পিডবোট ও ফেরি থেকে নেমে গন্তব্যের গাড়িতে উঠে ঢাকাসহ বিভিন্ন স্থানে যায় যাত্রীরা। ফলে ঘাট এলাকায় যাত্রীদের জট তৈরি হয়েছিল। এবারও ঘাটে মোটরবাইক লেনে উপচেপড়া ভিড় দেখা গেছে। তীব্র গরম, অসহনীয় যানজট আর মানুষের ঠাসাঠাসিতে দুর্ভোগের স্থানে পরিণত হয়েছিল বাংলাবাজার ঘাট।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, চাপ অনেকটাই কমে গেছে। ফেরিঘাটে আগের মতো যানবাহনও নেই। তবে যাত্রী আর পরিবহণের কথা চিন্তা করে দুপুরের পর থেকে ঘাটে ডাম্ব ফেরি ‘রায়পুরা’ যোগ করা হয়েছে। ফলে রাতের মধ্যেই ঘাটে আটকেপড়া অন্য যানবাহনও পার করতে সক্ষম হবো। আশা রাখি রোববার দুপুরের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে।