সোনাক্ষির বাগদান : হীরার আংটি নয়, দেখিয়েছিলেন নখ
গত সোমবার সকালে ভক্তদের চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। হাসিমুখে আঙুলে হীরার আংটি, সঙ্গে জুড়েছেন রহস্যময় এক ক্যাপশন। এক পুরুষের বাহু জড়িয়ে নায়িকা। কিন্তু, ওই সুদর্শনের দেখা মেলেনি। আংটি দেখিয়ে কী বোঝালেন সোনাক্ষি?
ভারতীয় গণমাধ্যমজুড়ে খবর, তাহলে কি বাগদানের বার্তা দিলেন সোনাক্ষি সিনহা। এর আগে ‘নোটবুক’ অভিনেতা জহির ইকবালের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল সোনাক্ষির।
অবশেষে সোনাক্ষির বাগদান বিভ্রাট কিংবা ওই হীরার আংটি রহস্যের জট কেটেছে। অন্তর্জালে অভিনেত্রী যে বার্তা দিয়েছেন, তাতে সেদিন হীরার আংটি নয়, নখ দেখাতে চেয়েছিলেন অভিনেত্রী। বার্তায় সোনাক্ষি সিনহা, নখের প্রসাধনী ব্র্যান্ডের ব্যবসা শুরু করেছেন বলে জানিয়েছেন।
সেদিনের ওই ছবি প্রসঙ্গে সোনাক্ষীর ভাষ্য, ‘ঠিক আছে, আপনাদের যথেষ্ট জ্বালাতন করেছি। অনেক ইঙ্গিত দেওয়া হয়েছিল, যার কোনোটি মিথ্যা নয়। আমার জন্য বড় দিন, কারণ আমি আমার নিজস্ব ব্র্যান্ড চালু করেছি...।’