‘নির্বাচনের পাতা ফাঁদে পা দিলে বিষাক্ত সাপের ওপর পা দেওয়া হবে’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাঁরা গণতন্ত্র চান, তাঁরা যদি শেখ হাসিনার কোনো নির্বাচনের পাতা ফাঁদে পা দেন, তাহলে বিষাক্ত সাপের ওপর পা দেওয়া হবে।’
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘এ দেশ এখন হচ্ছে দুর্বৃত্তদের দেশ, সন্ত্রাসীদের দেশ। উনি (শেখ হাসিনা) বলছেন—ইভিএমে নির্বাচন হবে। উনি বলার কে? নির্বাচন কমিশন কী তাহলে? আমরা যে বলেছি—নির্বাচন কমিশন আর শেখ হাসিনা একাকার। আপনি বলেন, ইভিএমে নির্বাচন হবে। তাহলে তো বোঝা যাচ্ছে, ওই নির্বাচন কেমন হবে? কত মহাজালিয়াতির নির্বাচন হবে।’
রিজভী আরও বলেন, ‘আগে আমরা জানতাম দুষ্কৃতকারী সন্ত্রাসীরা সমাজের অপরাধী। এদের জায়গা ছিল কারাগারে। এখন তাদের জায়গা আর করাগারে নয়, ওদের জায়গা কারাগারের বাইরে। ওদের জায়গা, ওদের আশ্রয়স্থল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মৎসজীবী লীগে। আর, কারাগারে জায়গা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের, যাঁরা গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার জন্য লড়াই করছেন, তাঁদের জায়গা হচ্ছে কারাগারে।’
বিএনপির এ মুখপাত্র বলেন, ‘আপনি দেখবেন, ফটিকছড়িতে স্কুলের পুকুরের মাছ চুরি করেছে কে? কৃষকলীগের নেতা, খবরের কাগজে এসেছে। ফেনীতে একজন প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি করেছে কে? আওয়ামী লীগের নেতা। লোকজন জোর করে বিয়ে পড়িয়ে দিয়েছে। প্রত্যেকটি জায়গায় সব দুষ্কৃতকারীরা আজ আশ্রয়-প্রশ্রয় পেয়েছে আওয়ামী লীগে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল খবরের কাগজে এসেছে মুক্ত গণমাধ্যমের সূচকে বাংলাদেশ আরও ১০ ভাগ নেমে গেছে। আগে যা ছিল, তার চেয়েও পিছিয়েছে। অর্থাৎ, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২। সবচেয়ে মজার বিষয় হচ্ছে—দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে সবচেয়ে নিচে, এমনকি তালেবানশাসিত আফগানিস্তানে সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও বাংলাদেশে নেই।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল প্রমুখ বক্তব্য দেন।