আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সায়েন্সল্যাব মোড়ের পাশে আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
পরিতোষ চন্দ্র বলেন, ‘শিক্ষকদের মধ্যস্থতায় ধাওয়া-পাল্টাধাওয়া থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। এখন পরিস্থিতি শান্ত। ঘটনার কারণ জানতে আমরা দুই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলছি।’
তবে, তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ। পরিতোষ চন্দ্র বলেন, ‘এ ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই এবং সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করি।’
পুলিশের অন্য একটি সূত্র বলছে, শিক্ষার্থীদের মধ্যে পূর্ব-বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। দুই কলেজের শিক্ষকেরা এরই মধ্যে বৈঠকে বসেছেন। তাঁরাও এ পরিস্থিতিতে আতঙ্কিত।
এদিকে, ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন গণমাধ্যমকে জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। তিনি ঘটনাস্থলে শিক্ষকদের পাঠিয়েছেন। কী কারণে এ ঝামেলা হয়েছে, তা খুঁজে সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।