আবার বিতর্কে সুয়ারেজ, পড়তে পারেন নিষেধাজ্ঞার মুখে
২০১৪ সালের বিশ্বকাপে ইতালির জর্জ কিয়েলিনিকে কামড় দিয়ে চার মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন লুইস সুয়ারেজ। বার্সেলোনায় যোগ দেওয়ার পর দেখিয়ে চলেছেন দুর্দান্ত নৈপুণ্য। নতুন করে কোনো বিতর্কেও জড়াতে হয়নি উরুগুয়ের এই স্ট্রাইকারকে। কিন্তু এসপানিওলের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে মেজাজ হারিয়ে বিপাকে পড়েছেন সুয়ারেজ। সাজঘরে যাওয়ার পথে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে সুয়ারেজকে।
এসপানিওলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় দিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। পুরো ম্যাচেই দেখা গেছে খেলোয়াড়দের শারীরিক শক্তি প্রদর্শনীর মহড়া। এসপানিওলের দুই খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়েছিল লাল কার্ড দেখে। মেসি, সুয়ারেজ, নেইমারও দেখেছেন হলুদ কার্ড। সুয়ারেজ পড়তে পারেন আরো বিপদে। সাজঘরে ফেরার সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের উদ্দেশ করে কড়া কথা বলেছিলেন বলে উল্লেখ করা হয়েছে রেফারির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ‘এসপানিওলের খেলোয়াড়রা যখন সাজঘরের দিকে ফিরছিলেন, তখন সুয়ারেজ তাঁদের জন্য দাঁড়িয়ে ছিলেন আর তাঁদের উদ্দেশ করে বেশ কয়েকবার বলেছেন, ‘আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। এদিকে আসো জঞ্জালের দল।’ এ ধরনের কথাবার্তা দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটা সংঘর্ষ তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দুই দলের কোচিং স্টাফ ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়েছে।’
অভিযোগ প্রমাণিত হলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে সুয়ারেজকে। সে ক্ষেত্রে শেষ ষোলোর দ্বিতীয় লেগ ও কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ খেলতে পারবেন না এই উরুগুয়ের স্ট্রাইকার।