দেশে শিক্ষিত তিনজনের একজন বেকার : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির প্রথম নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের যুব সমাজ চারজনে একজন বেকার এবং শিক্ষিত যুবক তিনজনের মধ্যে একজন বেকার। এছাড়া, যে যত শিক্ষিত সে তত বেকার।
দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ এ অংশ নিয়ে আজ শনিবার এ কথা বলেন ড. দেবপ্রিয়। তিনি বলেন, আমি মেগা মানুষ না, মাইক্রো মানুষ। আমি সম্মানিত পরিকল্পনামন্ত্রী ও কৃষিমন্ত্রীর উভয়ের কথা শুনেছি। আমি উন্নয়নের অর্জনের দ্বিমত করি না। উন্নয়নকে টেকসই করা যাবে কি না? সেটা দেখতে হবে।
ড. দেবপ্রিয় আরও বলেন, বাংলাদেশ অনেক স্থিতিশীল দেশ, আবার অনেক দেশ স্টেবল না থাকলে তিনমাসের মধ্যে অস্থিতিশীল হয়ে যায়। শ্রীলঙ্কা এখন রাজনৈতিক অস্থিতিশীল হয়ে গেছে। টাকার সাথে যদি ৭ থেকে ৯ ও ১০ পার্থক্য হয়ে যায় এবং বাধ ভেঙে যদি ১৩০ চলে যায়। তখন অস্থিতিশীল হয়ে যেতে পারে। আমরা অক্টোবর থেকে বলেছি দেশে রিজার্ভ কমে যাচ্ছে। তখন কোন কার্যক্রম নেওয়া হয়নি।
ড. দেবপ্রিয় আরও বলেন, সরকারের সবচেয়ে বড় অবদান অর্থনীতির স্থিতিশীলতা। যতি এই স্থিতিশীলতা না থাকে তাহলে আর কিছুই থাকবে না। এই বাজেট অনেক বড় বাজেট। আমি বলি এটা ফিসক্যাল ইউলেশন। যে বাজেট ঘোষণা করা হয়, তা সংশোধনের সময় ২০ শতাংশ কেটে দেওয়া হয়। এছাড়া, বাংলাদেশ সাড়ে ১৬ কোটির দেশ। ৭৪ লাখ লোকের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) রয়েছে। আর ট্যাক্স দেয় শুধু ৩০ লাখ মানুষ। মানুষ ট্যাক্স দেয় না কেন ?
তিনি বলেন, বাংলাদেশকে সুরক্ষার কথা বলছেন ? সুরক্ষার কর্মসূচি যখন চালু হয়, তখন ১০০ টাকায় শুরু করা হয়েছিল আর এখন ৫০০ টাকা। কর্মসংস্থানের কথা বললে, বাংলাদেশের যুব সমাজ চারজনে একজন বেকার। শিক্ষিত যুবক তিনজন একজন বেকার। যে যত শিক্ষিত সে তত বেকার।