ভারতে পি কে হালদারকে তিনদিনের রিমান্ডের আবেদন
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আজ শনিবার উত্তর চব্বিশ পরগনার একটি আদালতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার এ আবেদন জানানো হয়।
এর আগে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পি কে হালদার ও তাঁর কিছু সহযোগীর পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পি কে হালদারের অন্য সহযোগীদের মধ্যে আছেন স্ত্রী, ভাই প্রীতিশ কুমার হালদার ও প্রণব কুমার হালদারসহ ছয় জন। শনিবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে অভিযান চালিয়ে সুকুমার মৃধা নামের এক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি থেকে প্রশান্ত কুমার হালদারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে যাওয়া পি কে হালদার সেখানে থাকার জন্য ভারতের রেশন কার্ড, ভোটার আইডি কার্ড ও আধার কার্ড করেছিলেন। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ওয়েবসাইটে আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ইডি জানায়, শিবশংকর হালদার নামে কলকাতার অভিজাত এলাকায় বেশকিছু সম্পত্তিও কিনেছিলেন পি কে হালদার।