চট্টগ্রামে পিঠা উৎসব
চট্টগ্রামে দিনব্যাপী অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। শতায়ু অঙ্গনের উদ্যোগে ডিসি হিলে এই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও শতায়ু অঙ্গনের সভাপতি মনসুর আহমদ বাবুল।
পিঠা উৎসবে গ্রাম-বাংলার বিভিন্ন রকম পিঠাপুলিসহ ছিলে শিশুদের বইমেলা। বিভিন্ন রকমের পিঠার নামও ছিল বাহারি। যেমন : জামাইবরণ পিঠা, গোলাপফুল, তালের কলাপাতা, হাসের চপ, সাঁঝ পিঠা, শিম ফুল, বিনি চাউলের পিঠা, মুঠি পিঠা, ভাপাপিঠা, তারা পিঠা, গ্রাম-বাংলা পিঠা, ঝিঙা পিঠা, সেমাই পিঠা। মেলায় নানা রকমের বাহারি আচার ও মিষ্টি ছিল।
বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে মধ্য দিয়ে দিনব্যাপী পিঠা উৎসব শেষ হয়।