চার জেলায় নতুন ডিসি
চাঁদপুরসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে চাঁদপুর, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন ডিসিদের মধ্যে স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (পিএস) কামরুল হাসানকে চাঁদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুর ও কক্সবাজারের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।