পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চালাচল স্বাভাবিক
সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ ছিল। আজ শনিবার সকাল ১০টায় ফের চালুর ঘোষণা দেওয়া হয়।
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন বলেন, পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকায় যাত্রী ও যানবাহন বোঝাই করে রো রো (বড়) ফেরি শাহজালাল দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে। এ পরিস্থিতে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে আবারও ফেরি চালুর ঘোষণা দেওয়া হয়।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় আটকেপড়া যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সালাউদ্দিন।