‘ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতাতে চাই’
বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। অধিনায়কত্ব হারিয়েছেন, ব্যাটেও রান নেই। তাই কড়া সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে। এমনই সময় আশার কথা শুনিয়েছেন এই তারকা ব্যাটার।
এনডিটিভির খবরে জানা গেছে, ভারতকে এ বছর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে আশাবাদী কোহলি। এর জন্য সব ধরনের সহায়তা করতে চান তিনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। পরে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এর পর নিজেই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি।
অবশ্য অধিনায়ক হিসাবে দুর্দান্ত রেকর্ড ছিল কোহলির। কিন্তু ভারতকে আইসিসির ইভেন্ট গুলোতে সাফল্য এনে দিতে ব্যর্থ হন তিনি। তাঁর ফর্মখরাও উদ্বেগের বিষয় ছিল। তারপরও আসন্ন দুটি টুর্নামেন্ট সাফল্যের আশাবাদ তাঁর মুখে।
এ ব্যাপারে স্টার স্পোর্টসকে কোহলি বলেন, ‘আমি ভারতকে এশিয়া কাপ এবং (টি-টোয়েন্টি) বিশ্বকাপ জিততে চাই। এটি অনুপ্রেরণা।’
এই তারকা ব্যাটার আরও বলেন, ‘আমাকে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে। কিছুটা বিশ্রাম নিতে হবে। আমি আর পিছনে ফিরে তাকাতে চাই না। আমার প্রধান লক্ষ্য হলো ভারতকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জেতাতে সাহায্য করা এবং আমি দলের জন্য সবকিছু করতে প্রস্তুত।’
এখন ফর্মখরায় থাকলেও কোহলির ঝুলি বেশ সমৃদ্ধ। ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে তাঁর। করেছেন অনেক রেকর্ড।
অবশ্য চলমান আইপিএলে খুব একটা ফর্মে নেই কোহলি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে লিগ পর্বের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ৫৪ বলে ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংস উল্লেখ করার মতো।
অবশ্য আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে আছে কোহলির দল বেঙ্গালুরু। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের।