ঢাকায় ২৪ ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত
রাজধানী ঢাকায় আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছিলেন, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর ও বগুড়া জেলায় বৃষ্টি হতে পারে।
গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে রাজধানীবাসিকে পরিত্রাণ দিলেও বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন ব্যস্ত অংশে যান-চলাচল বন্ধ থাকায় অফিসগামী ও স্কুলগামী শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে।
শুক্রবার প্রকাশিত আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে, গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।