অনেক দিন পর সুয়ারেজের শাস্তি
বিতর্ক তাঁর জীবনে নতুন কিছু নয়। কখনো প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দিয়ে, কখনো বা বর্ণবাদী গালি দিয়ে শাস্তি পেয়েছেন অনেকবার। তবে দেড় বছর আগে বার্সেলোনায় যোগ দেওয়ার পর বেশ শান্তই ছিলেন লুইস সুয়ারেজ। অবশেষে ‘ধৈর্যের বাঁধ’ ভেঙে গেছে উরুগুয়ের তারকা স্ট্রাইকারের। কোপা দেল রে’র একটি ম্যাচশেষে এসপানিওলের খেলোয়াড়দের উদ্দেশে বাজে মন্তব্য করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। এই নিষেধাজ্ঞা অবশ্য স্পেনের ক্লাব টুর্নামেন্টটির ক্ষেত্রে প্রযোজ্য।
গত বুধবার কোপা দেল রে’র শেষ ষোলর লড়াইয়ের প্রথম লেগ সহজেই ৪-১ গোলে জিতেছিল বার্সা। তবে বার্সার মাঠ ন্যু ক্যাম্প সেদিন যেন পরিণত হয়েছিল রণক্ষেত্রে। হলুদ কার্ডের ছড়াছড়ির সেই ম্যাচে অতিথি এসপানিওলের দুজন খেলোয়াড় লালকার্ড দেখেছিলেন। এমনকি হলুদ কার্ড পেয়েছিলেন মেসি-নেইমার-সুয়ারেজও। দুই গোল করা মেসিকে মারাত্মক ফাউল করলেও ঘটনাটা রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় রেহাই পেয়ে যান এসপানিওলের গোলরক্ষক।
দল বড় জয় পেলেও নিজে গোল পাননি। উল্টো হলুদ কার্ড দেখতে হয়েছে। তার ওপরে ম্যাচজুড়ে ওরকম ‘দাঙ্গা-হাঙ্গামা’। সব মিলিয়ে সুয়ারেজ বোধহয় মাথা ঠান্ডা রাখতে পারেননি। খেলা শেষে প্রতিপক্ষের খেলোয়াড়রা সাজঘরে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে কটু মন্তব্য করেন তিনি। যার জেরে সুয়ারেজের সঙ্গে এসপানিওলের কয়েকজন খেলোয়াড়ের হাতাহাতি হওয়ারও উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত দুই দলের কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে সংঘর্ষ এড়ানো গেছে।
তবে সুয়ারেজ দুই ম্যাচের নিষেধাজ্ঞা এড়াতে পারেননি। রেফারির রিপোর্টের ভিত্তিতে তাঁকে দোষী সাব্যস্ত করেছে টুর্নামেন্ট কমিটি। বার্সেলোনা অবশ্য জানিয়েছে এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে তারা।