এক বর্ষণমুখর রাতের রোমহর্ষক কাহিনি
মিলন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। রাতের অন্ধকারে টাঙ্গাইল থেকে ঢাকায় ফিরছিল। পথে তার বাইক নষ্ট হয়ে যায়। শুরু হয় বৃষ্টি। সে ওই ঝড়ের রাতে বাইক ঠেলে একটা প্রাসাদের মতো বাড়িতে গিয়ে ওঠে। সেখানে দরজা নক করলে খুলে দেয় এক রহস্যময়ী নারী।
মিলন ওই রহস্যময়ীর কাছে পানি খেতে চায়। সে তাকে ভেতরে গিয়ে বসতে বলে। ওই নারী ছাড়া পুরো বাড়িতে আর কেউ আছে বলে মিলনের মনে হয় না। তাকে ঠিক স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু মিলনকে সে ছাড়তে চায় না। বলে, বাইরে বৃষ্টি, এখন যেতে পারবে না। ওই নারীর মুখে আবার খুনের গল্প। বৃষ্টিমুখর রাতে ঘটতে থাকে একের পর এক ঘটনা।
বৃষ্টিমুখর রাতের রোমহর্ষক কাহিনি নিয়ে আজ রাত সাড়ে ৯টায় জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে একক নাটক ‘চাঁদের কলঙ্ক’।
সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, রোদসী সিদ্দিকা, নাজিবা বাসারসহ অন্যরা।
মিলন কি ওই বাড়ি থেকে বের হতে পারবে, শেষ পর্যন্ত কী ঘটে তা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।