অনেক নাটকের পর রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না এমবাপ্পে
ইউরোপের ফুটবলের দলবদলে সবচেয়ে আলোচিত নাম ছিল কিলিয়ান এমবাপ্পে। তিনি পিএসজিতে থাকবেন নাকি রিয়াল মাদ্রিদে যাবেন, এত দিন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে পৌঁছেছেন এই ফরাসি ফুটবলার। ফ্রান্সে থেকে যাচ্ছেন তিনি।
গোল ডটকমের খবরে জানা গেছে, চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে থেকে যাচ্ছেন তিনি।
প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে বর্তমান চুক্তি এই মৌসুমেই শেষে হয়ে যায়। তাই রিয়াল মাদ্রিদ তাঁকে দলে নেওয়ার প্রস্তাব দেয়। অনেক বিবেচনা করে তিনি আপাতত পিএসজিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ফরাসি স্ট্রাইকারের চুক্তির মেয়াদ দ্রুত বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। এমবাপ্পের মা ফায়জা আল-আমারি সম্প্রতি জানিয়েছিলেন, পরবর্তী মৌসুমে তিনি কোন ক্লাবে খেলবেন তা সিদ্ধান্ত নেওয়াটা এমবাপ্পের ওপর নির্ভর করবে।
এদিকে পিএসজির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন এমবাপ্পে। তিনি ২৫ গোল করেন লিগ ওয়ানে। সব মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি।
অবশ্য স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে জানা গেছে, পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো নাকি এমবাপ্পের দলবদল সম্পর্কে কিছুই জানেন না।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‘আমি এমবাপ্পের সিদ্ধান্ত জানি না। এটা ক্লাবের সঙ্গে তার ব্যক্তিগত ব্যাপার। অনেক প্রতিবেদন ও গুজব রয়েছে। তাঁর চুক্তি এই মৌসুমে শেষ হচ্ছে। ক্লাব ও খেলোয়াড়ের ওপর নির্ভর করবে কে থাকবে, কে যাবেন।’
পিএসজি কোচ আরও বলেন, ‘আমি এমন একটি মন্তব্য করার জন্য সঠিক ব্যক্তি নই। বিশেষ করে খেলোয়াড় সম্পর্কে তো নয়। আমার ব্যক্তিগত ধারণা হলো, এমবাপ্পে আগামী অনেক বছর পিএসজিতে থাকবে। তবে আমি এটি সম্পর্কে মিথ্যা বলতে পারি না, আমি জানি না কী হবে। আমি জানি না তিনি কখন সিদ্ধান্ত নেবেন বা কী হবে। তবে কী হবে তা দেখার জন্য অপেক্ষা করছি আমি।’