২০২৫ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এমবাপ্পে
কিছুদিন ধরেই দল বদলের বাজার গরম রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। গুঞ্জন চলছিল—পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন তিনি। রিয়ালের সঙ্গে তাঁর চুক্তির খবরও রটে যায়। অবশেষে এসব গুঞ্জনের ইতি টানলেন এমবাপ্পে নিজেই। রিয়ালের আশা মাড়িয়ে জানিয়ে দিলেন, প্যারিসের ক্লাব পিএসজিতেই থাকছেন বিশ্বকাপজয়ী তারকা।
গতকাল শনিবার দিনভর স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে খবর শোনা যায় এমবাপ্পের প্যারিসে থেকে যাওয়ার কথা। অবশেষে আসে আনুষ্ঠানিক ঘোষণা। পিএসজির দেওয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এমবাপ্পে জানিয়ে দেন, প্যারিসেই থাকছেন তিনি।
এমবাপ্পে বলেন, ‘আমি জানাতে চাই যে, পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই আমি খুব খুশি। আমার বিশ্বাস, এখানে এ ক্লাবে আমি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠব, যে দলটি শীর্ষ পর্যায়ে ভালো করতে মরিয়া। একই সঙ্গে আমি ফ্রান্সে, যে দেশে জন্মেছি, বেড়ে উঠেছি এবং বিকশিত হয়েছি সেখানে খেলা চালিয়ে যেতে পেরেও অনেক খুশি।’
এ ছাড়া ক্লাবের সভাপতি আল খেলাইফিও একই ঘোষণা দেন। এমবাপ্পেরর হাতে ‘এমবাপে-২০২৫’ লেখা একটি জার্সি তুলে দেন তিনি। এরপর খেলাইফি বলেন, ‘আমি গর্বভরে আপনাদেরকে সুন্দর একটি খবর দিচ্ছি-কিলিয়ান এমবাপে পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছে।’
চলতি বছরের শুরুতে ফ্রি এজেন্ট হয়ে যান এমবাপ্পে। তখন থেকেই গুঞ্জন ওঠে পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে। এতদিন ধরে চলতে থাকা গুঞ্জন অবশেষে শেষ হলো।