ফাইনালে কেউ ফেভারিট নয়, বলছেন রিয়াল কোচ
আগামী ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ইউরোপসেরা প্রতিযোগিতার শিরোপার লড়াইয়ের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দুদল। অভিজ্ঞতা আর অতীত পরিসংখ্যানের বিচারে ফাইনালে রিয়ালকেই ফেভারিট হিসেবে বিবেচনা করবে ফুটবল বোদ্ধারা।
কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি সেটা মানতে নারাজ। তিনি মনে করেন, ফাইনালে কেউই ফেভারিট নয়। সেই সঙ্গে নিজ দলের ওপরও আস্থা রাখছেন রিয়াল কোচ।
মূল লড়াই নিয়ে মাদ্রিদে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা নিজেদের খেলায় অসাধারণ কিছু দেখাতে পারিনি। কিন্তু নিবেদন ও প্রেরণার দিক থেকে কেউ আমাদের পেছনে ফেলতে পারেনি কেউ। তবে শুধু নিবেদন ও প্রেরণা নিয়ে ফাইনাল জেতা যাবে না। তবে অবশ্যই এসবও থাকতে হবে ফাইনালে। সত্যি বলতে ফাইনালে কোনো দল ফেভারিট নয়। তবে বড় খেলায় আমরা যা করি সেটা দিয়েই এটা অর্জন করতে হবে।’
চ্যাম্পিয়নস লিগে রেকর্ড শিরোপা জয়ী দল রিয়াল মাদ্রিদ। তাই শিষ্যদের অভিজ্ঞতা নিয়েও ভাবছেন না আনচেলত্তি, ‘এই মঞ্চে কীভাবে ফাইনাল খেলতে হয়, কিছু খেলোয়াড়ও আমাকে তা শেখাতে পারে। তারা আমার চেয়ে বেশি ফাইনাল খেলেছে। ড্রেসিংরুমে দলকে উজ্জীবিত করা আমার জন্য সহজ হবে। আসলে আমার কিছু বলারও দরকার নেই। তারা জানে কীভাবে ভালো প্রস্তুতি নিতে হয়, কারণ গত বছরগুলোতে তারা এভাবেই এগিয়েছে।’
রিয়াল কোচ আরো বলেন, ‘বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করে তা হলো, এই দলের খেলোয়াড়রা এত সাফল্য পাওয়ার পরও অনেক বিনয়ী এবং কঠোর পরিশ্রমী। তারা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ, একই সঙ্গে মুহূর্তটি উপভোগও করছে।’