ধামরাইয়ে শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১০
ধামরাইয়ে শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় ভস্মীভূত হয়েছে টাকা, স্বর্ণালংকার, মূল্যবান মালামালসহ ১২টি ঘর।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় মুদি ব্যবসায়ী আব্দুস সবুরের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলোনির একটি ঘর থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পরে দ্রুত তা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে আহত হন ১০ জন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি দরজি দোকানসহ কলোনির ১২টি ঘর পুড়ে যায়।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন।
আশপাশে শিল্পকারখানায় কাজ করা শ্রমিকেরাই ওই কলোনিতে ভাড়া থাকতেন। আগুনের সব হারিয়ে নিঃস্ব হয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের।
অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কলোনির মালিক আব্দুস সবুর।