আপনার জিজ্ঞাসা
কোরআনের বৈশিষ্ট্যগুলো কী কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাজ আলম ভোলা থেকে জানতে চেয়েছেন, কোরআনের বৈশিষ্ট্যগুলো কী কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোরআনের বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। কোরআনের অন্যতম বৈশিষ্ট্য হলো—এটি হেদায়েতকারি। কোরআন মানুষকে হেদায়েত করবে, মানুষকে পথ দেখাবে। কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো—উপদেশ। এখানে আল্লাহ এমন কিছু উপদেশ দিয়েছেন, যেগুলো মানুষ তার জীবনে কাজে লাগাবে। কোরআনকে আল্লাহ জিকির হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন উপদেশ হিসেবে এসেছে। সুতরাং, কোরআনকে উপদেশ হিসেবে মানবেন। তৃতীয়ত হলো—কিতাবুন মুবিন। আপনি যখন পড়বেন, দেখবেন কোরআন আপনাকে আলোকিত করবে। কোরআন মানুষের ভেতরে ও বাইরে সবখানে আলোকিত করবে। চতুর্থ হলো—মানুষের অন্তরের মধ্যে যে রোগ থাকে, সেটি দূর করে। আর সবশেষ পয়েন্ট হলো—কোরআন হলো আল্লাহর থেকে অবতীর্ণ সব কিছুর বয়ান। এখানে সবকিছু পাওয়া যাবে। এটা হলো ফোরকান। আপনি কোনটা গ্রহণ করবেন, আর কোনটা বাদ দেবেন, সেগুলোর ব্যাখ্যা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে সব নির্দেশনাই হলো কোরআন।