রেস্তোরাঁ ব্যবসা শুরু করলেন রিয়াজ
রাজধানীর মানুষ ব্যস্ততার ফাঁকে বাসার বাইরের খাবার খেতে ভালোবাসেন। আর তাই অনেক তারকাই ঢাকায় শুরু করেছেন অভিজাত খাবারের দোকান। গতকাল শনিবার এমনই এক খাবারের দোকান উদ্বোধন করা হলো। ‘ফুড টোয়েন্টিফোর ডট সেভেন’ নামে এই খাবারের দোকানটি চিত্রনায়ক রিয়াজের। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এই খাবারের দোকান খোলা থাকবে পুরো ২৪ ঘণ্টা।
হঠাৎ করে খাবারের ব্যবসায় কেন এলেন নায়ক রিয়াজ? উত্তরে বললেন, ‘বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল, এ ধরনের কিছু একটা করি। মানুষের বেঁচে থাকার জন্য সবার আগে দরকার খাবার; কিন্তু ঢাকা শহরে আমরা হোটেলে খাবার খেতে ভয় পাই। বড় বড় অনেক রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পচা, বাসি খাবারের জন্য জরিমানা করা হয়েছে। হঠাৎই মনে হলো, রেস্তোরাঁর ব্যবসাটা করা যায়। রান্নাঘরে সিসি ক্যামেরা বসানো থাকবে। ক্রেতারা নিজের চেয়ারে বসে দেখতে পাবেন, রান্নাঘরে কী হচ্ছে। আর এই রেস্তোরাঁ খোলা থাকবে ২৪ ঘণ্টা।’
খাবারের মান ভালো রাখার প্রত্যয় প্রকাশ করে রিয়াজ বলেন, ‘এখানে খাবারের সার্বিক দায়িত্বে থাকবেন শেফ টনি খান। আর রেস্তোরাঁটি পরিচালনা করব আমি নিজেই। ঢাকা শহরের ভোজনরসিকরা যেন এখানে ভিন্ন স্বাদের খাবার পান, সেই চেষ্টা আমরা করব।’ তা ছাড়া সবার ক্রয়ক্ষমতার কথা চিন্তা করেই খাবারের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান রিয়াজ।
৩০টির মতো চলচ্চিত্রে কাজ করে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া রিয়াজ সর্বশেষ অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রের শুটিং করার সময়ই হার্ট অ্যাটাক হয় রিয়াজের। পরে অবশ্য তিনি সেরে ওঠেন। এখন তিনি অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও নাটকে অভিনয় করছেন; পাশাপাশি শুরু করেছেন ‘ফুড টোয়েন্টিফোর ডট সেভেন’-এর ব্যবসা। ঢাকায় বসুন্ধরার মূল ফটকের কাছে জগন্নাথপুর রোডে খোলা হয়েছে রেস্তোরাঁটি।