চ্যাম্পিয়নস লিগের ফাইনাল : কোন দলের শক্তি কেমন?
ফুটবল ভক্তদের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। আজ শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। উত্তেজনায় ভরা এই ম্যাচে কোন দলের শক্ত কেমন, তা এক নজরে দেখে নেওয়া যাক :
বিশ্বের অন্যতম সেরা দুই ফরোয়ার্ড এই ম্যাচে মুখোমুখি হবেন। রিয়ালের ফরাসি ফরোয়ার্ড কারিম বেনজেমা ও লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ দুই দলের সেরা দুই তারকা। এই দুজনের দিকে আলাদা করে নজর থাকবে সবার।
সালাহ এই মৌসুমে দারুণ কিছু সাফল্য পেয়েছেন। লিগে করেছেন ২৩ গোল, আর চ্যাম্পিয়নস লিগে আট গোল করেন।
লিভারপুলের আরও দুই তারকা সাদিও মানে ও দিয়েগো জোতা বেশ আলো ছড়িয়েছেন এই মৌসুমে। দুজনেই এই মৌসুমে ৩১টি করে গোল করেন।
তবে অলরেডদের জন্য হতাশার খবর মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা চোট পেয়েছেন। তিনি খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। মিডফিল্ডার জো গোমেজ ও ফ্যাবিনিও প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে।
এবার রিয়াল মাদ্রিদের বড় আস্থার নাম কারিম বেনজেমা। প্রায় সব ম্যাচেই দারুণ সব অবদান রেখেছেন তিনি। এবারের চ্যাম্পয়নস লিগে দুই হ্যাটট্রিকসহ মোট ১৫টি গোল করেছেন তিনি।
শুধু তাই নয়, লা লিগায়ও দারুণ উজ্জ্বল ছিলেন এই ফরাসি তারকা। ২৭ গোল করে দলকে শিরাপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও লুকা মদ্রিচ দারুণ সব অবদান রেখেছেন। বিশেষ করে মদ্রিচ বলের যোগনদাতা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তবে ব্রাজিলীয় ভিনিসিয়াস খুব একটা ধারাবাহিক নন। তবে এডের মিলিটা রক্ষণভাগে এবং ক্যাসেমিরো মিডফিল্ডে দারুণ অবদান রেখেছেন।
শুধু তাই নয়, দুই দলের কোচদেরও কম লড়াই হবে না। রিয়ালের কার্লো আনচেলত্তি ও লিভারপুলের য়ুর্গেন ক্লপের লড়াইও জমে উঠবে। মাঠের বাইরে থেকে তারা কেমন অবদান রাখেন সেটাই দেখার।