রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন করবেন যেভাবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। অনেকেই এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ছুটে যান বিভিন্ন কম্পিউটারের দোকানে। লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভর্তিচ্ছুরা তাদের আবেদন সম্পন্ন করেন। কিন্তু ভর্তিচ্ছুরা চাইলে নিজেদের মোবাইল ফোন বা ল্যাপটপের সাহায্যে খুব সহজেই তাদের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ করতে পারেন। নিচে রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের পদ্ধতি ক্রমানুসারে বর্ণনা করা হয়েছে।
আবেদনের যোগ্যতা যাচাই
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (admission.ru.ac.bd) গিয়ে Start Preliminary Application বাটনে ক্লিক করে পরবর্তী পেইজে যেতে হবে। প্রার্থীর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার রোল, শিক্ষাবোর্ড এবং পাসের সাল পূরণ করে নিচের দিকে থাকা একটি ক্যাপচা (ইংরেজি অক্ষর ও সংখ্যা) টাইপ করে সাবমিট করতে হবে।
কারিগরীর শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের জায়গায় টেকনিক্যাল-ভোকেশনাল বা টেকনিক্যাল-এইচবিএম/ডিআইসি এবং জিসিই (এ লেভেল এবং ও লেভেল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও বিএফএ শিক্ষার্থীরা ‘Others’ সিলেক্ট করবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ করে Submit করতে হবে।
আবেদন করবেন যেভাবে
শুরুতেই ভর্তিচ্ছুর নিজস্ব অথবা অভিভাবকের মোবাইল নম্বর ও ইমেইল প্রদান করে ‘Submit’ করলে প্রদত্ত মোবাইল নম্বর এবং ইমেইলে একটি ভ্যারিফিকেশন কোড নম্বর পাঠানো হবে। সেটি নির্ধারিত ঘরে বসিয়ে ফোন নম্বর ও ইমেইল নিশ্চিত করতে হবে। কোনো তথ্য ভুল হলে ‘Edit’ অপশনে ক্লিক করে সংশোধন করা যাবে।
পববর্তী পেইজে প্রার্থীর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার তথ্যসহ প্রাথমিকভাবে আবেদনযোগ্য ইউনিট প্রদর্শিত হবে। আবেদনকারীর পছন্দ অনুযায়ী ইউনিটের পাশে ‘টিক’ চিহ্ন দিয়ে ‘Submit’ করতে হবে।
ছবি আপলোড ও কোটার তথ্য প্রদান
আবেদনকারীর সদ্য তোলা একটি ৩০০/৪০০ পিক্সেল সাইজের স্পষ্ট, রঙিন ও ‘JPG’ ফরমেটের ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। ছবির পেছনে হালকা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে। তবে কোনো প্রাকৃতিক দৃশ্য, স্কুল বা কলেজ ড্রেস পরা ছবি এবং সফটওয়ারের মাধ্যমে দেওয়া কোনো ইফেক্ট গ্রহণযোগ্য হবে না। ছবি একবার আপলোড হয়ে গেলে সেটি আর সংশোধন করা যাবে না।
কোটার সুবিধা নিতে চাইলে ছবি আপলোডের পর আবেদনকারীকে তার কোটাসমূহ সিলেক্ট করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পুত্র বা কন্যা এবং নাতি বা নাতনী এই দুটি অপশনের যেকোনো একটি অবশ্যই পূরণ করতে হবে। প্রার্থী যে কোটায় আবেদন করতে ইচ্ছুক সেই কোটার সংশ্লিষ্ট কাগজপত্র বা প্রমাণপত্রের স্ক্যানকপি সর্বোচ্চ দুই মেগাবাইটের একটি মাত্র জেপিজি বা পিডিএফ ফাইল আপলোড করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং প্রার্থীর সঙ্গে সম্পর্কিত জন্ম সনদ বা প্রমাণপত্র একটি ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে।
পুনরায় তথ্য যাচাই ও আবেদন সম্পন্নকরণ
প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণশেষে তা পূনরায় যাচাই করে Next বাটনে ক্লিক করলে আবেদনকারীর তথ্যাবলী প্রদর্শিত হবে। কোনো তথ্য ভুল হলে Back বাটনে ক্লিক করে তথ্য সংশোধন করা যাবে। এরপর Submit Preliminary Application অপশনে ক্লিক করার পর প্রার্থীর আবেদনের আইডি নম্বর ও বিল নম্বর সংবলিত একটি স্লিপ ডাউনলোড করার অপশন আসবে। সেখান থেকে তা ডাউনলোড করে পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনকারীর সংরক্ষণে রাখতে হবে। সবশেষে ‘OK’ বাটলে ক্লিক করে প্রার্থীর প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে।
যেভাবে ফি প্রদান করবেন
প্রার্থীকে তার আবেদন নিশ্চিত করতে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে চার্জসহ ৫৫ টাকা প্রাথমিক আবেদন ফি প্রদান করতে হবে। রকেট চালু আছে এমন যেকোনো নম্বরে *৩২২# ডায়াল করতে হবে। দ্বিতীয় ধাপে ‘বিল পে’ অপশনে ক্লিক করার পর তৃতীয় ধাপে ‘অন্যান্য’ অপশনটি সিলেক্ট করতে হবে। চতুর্থ ধাপে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে এবং পঞ্চম ধাপে আবারও ‘অন্যান্য’ অপশন সিলেক্ট করতে হবে। ষষ্ঠ ধাপে ‘ইন্টার বিলার আইডি’ এর স্থলে ৩৭৭ টাইপ করতে হবে। সপ্তম ধাপে ‘ইন্টার বিল নাম্বার’ এর স্থলে প্রার্থীর কাছে সংরক্ষিত স্লিপে থাকা ‘বিল নাম্বার’ দিতে হবে। অষ্টম ধাপে ‘ইন্টার অ্যামাউন্ট’ স্থলে স্লিপে প্রদত্ত সর্বোচ্চ নির্ধারিত ফি এর পরিমাণ লিখতে হবে। তারপর ‘ইন্টার পিন’ এর স্থলে কাস্টমারের রকেট অ্যাকাউন্টের পিন নম্বর প্রদান করলে ‘পেমেন্ট কনফারমেশন’ এর একটি এসএমএস আসবে। সেই এসএমএস- এ থাকা ‘ট্রানজেকশন আইডি’ প্রার্থীর কাছে সংরক্ষিত রাখতে হবে।
ফি প্রদানের এক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে আবেদনকারীর তথ্য আপডেট না হলে বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে।
বিশেষ প্রার্থীদের আবেদন পদ্ধতি
জিসিই (এ লেভেল এবং ও লেভেল) ও বিএফএ শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটের হোম পেইজে Start Preliminary Application বাটনে ক্লিক করে পরবর্তী পেইজে যেতে হবে। সেখানে গিয়ে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্যসহ এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মার্কশিটের স্ক্যানকপি (প্রতিটির সাইজ ১ মেগাবাইটের বেশি নয়) আপলোড করতে হবে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনকারীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে আবেদনের যোগ্যতার বিষয়টি জানানো হবে। এরপর আবেদনকারীকে উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd/undergraduate/) পাওয়া যাবে।