সাক্ষাৎকার
সেই ১০ জানুয়ারি কখনোই ভুলব না : হাবিবুল
২০০৫ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের ক্রিকেটের এক অবিস্মরণীয় দিন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ঠিক ৩৩ বছর পর প্রথম টেস্ট জয়ের অনির্বচনীয় আনন্দে ভেসে গিয়েছিল বাংলাদেশ। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে উড়িয়ে দেওয়া সেই দলের অধিনায়ক ছিলেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার। সেই অর্জনের কথা ভেবে আজও রোমাঞ্চিত হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেট-ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় সেই রোমাঞ্চ বার-বার ধরা পড়ল হাবিবুলের কণ্ঠে।
প্রশ্ন : এই দিনে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল। সেই দলের অধিনায়ক হিসেবে আপনার অনুভূতি এখন কেমন?
হাবিবুল বাশার : এমন সুখকর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই দিনের কথা আমি কখনোই ভুলব না। এই দিনেই বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল। শুধু দলের অধিনায়ক হিসেবে নয়, একজন খেলোয়াড় হিসেবেও দিনটি আমার কাছে স্মরণীয়।
প্রশ্ন : এই অর্জনকে কোন জায়গায় রাখতে চান আপনি?
হাবিবুল : আমার মতে, এটি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন। কিছু কিছু বড় অর্জন মানুষ সারা জীবন মনে রাখে। এই অর্জনকেও আমি সেই জায়গায় রাখতে চাই।
প্রশ্ন : সেই ম্যাচে প্রথম ইনিংসে ৯৪ রান করেছিলেন আপনি। প্রথম টেস্ট জয়ের ম্যাচে শতক করতে না পারার আক্ষেপ কি ছিল আপনার?
হাবিবুল : এত কাছাকাছি গিয়েও শতক পূর্ণ করতে না পারার আক্ষেপ তো ছিলই। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্য আমার কাছে সবসময়ই বড়। দলের এত বড় সাফল্যে সব হতাশা ভুলে গিয়েছিলাম।
প্রশ্ন : ২০০০ সালে টেস্ট অভিষেকের পর ২০০৫ সালের জানুয়ারিতে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আরো আগে কি জয় পাওয়া উচিত ছিল বাংলাদেশের?
হাবিবুল : আমি সেভাবে বিষয়টাকে দেখছি না। আমার মতে অনেক ব্যর্থতার পর এই জয় আমাদের জন্য বড় একটি প্রেরণা হিসেবে দেখা দিয়েছে। তবে এর আগেও আমাদের জয় পাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু আমরাই সুযোগ হাতছাড়া করেছি।
প্রশ্ন : আপনি কি পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালের মুলতান টেস্টের কথা বলছেন?
হাবিবুল : হ্যাঁ, মুলতানে সেই টেস্টে আমাদের জয় না পাওয়া খুবই হতাশার ছিল। অনেক কাছাকাছি গিয়েও জয় হাতছাড়া হয়ে গিয়েছিল আমাদের। সেই ম্যাচে জয় পেলে আজ আমাদের ক্রিকেটের চেহারা অন্যরকম হতে পারত।
প্রশ্ন : মুলতানে জয় না পাওয়ার কারণ কী ছিল?
হাবিবুল : মূলত দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই সেই ম্যাচে আমরা জিততে পারিনি। শুধু অন্যরা কেন, আমি নিজেও প্রথম ইনিংসে ৭২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছি।
প্রশ্ন : এই ১৫ বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কতটা উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন?
হাবিবুল : টেস্ট ক্রিকেটে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে। তবে আরো উন্নতি হওয়া উচিত ছিল বলে আমি করি। অবশ্য দুর্ভাগ্যজনকভাবে আমরা টেস্ট খেলার সুযোগই পাই কম। আরো বেশি টেস্ট খেলার সুযোগ পেলে আমরা অনেক উন্নতি করতে পারতাম।