শতকোটির ক্লাবে গিয়ে কত কোটি পারিশ্রমিক বাড়ালেন কার্তিক?
এ বছর নিশ্চিত কার্তিকের সুসময়। তা না হলে অক্ষয় কুমার, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানার মতো তারকাদের সিনেমাকে বক্স অফিসে পেছনে ফেলেন? সেটা করে দেখিয়েছেন কার্তিক আরিয়ান। মুক্তির নবম দিনে বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে ‘ভুল ভুলাইয়া টু’।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, মুক্তির দশম দিনে গতকাল রোববার কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া টু’ সংগ্রহ করেছে ১২.৭৭ কোটি রুপি। সব মিলিয়ে সংগ্রহ দাঁড়িয়েছে ১২২.৬৯ কোটি রুপি।
এটা কার্তিকের জন্য বড় অর্জন। কারণ, সবশেষ ২০১৮ সালে কার্তিকের সিনেমা ‘সোনু কে টিটু কি সুইটি’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। নতুন খবর হচ্ছে, ‘ভুল ভুলাইয়া টু’র সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন কার্তিক।
বলিউড লাইফের বিশেষ প্রতিবেদন বলছে, কার্তিক আরিয়ান নাকি এর আগে প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিতেন ১৫ থেকে ২০ কোটি রুপি। কিন্তু সবশেষ সিনেমা বক্স অফিসে হিট হওয়ার পর পারিশ্রমিক বাড়িয়েছেন, সিনেমাপ্রতি হাঁকাচ্ছেন ৩৫ থেকে ৪০ কোটি রুপি। সাম্প্রতিক সিনেমার সাফল্য বিবেচনায় পারিশ্রমিক বাড়াতেই পারেন কার্তিক, তাই নয় কি?
বলিউড লাইফের এ খবর প্রকাশের পর কার্তিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টুইটারে। বলেছেন, খবরটি ভিত্তিহীন। তবে এতে তাঁর প্রচারণা হয়েছে। এ খবরও প্রকাশ করেছে বলিউড লাইফ।
ভুল ভুলাইয়া টু’ সিনেমায় কার্তিক আরিয়ান ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও টাবু। এ ছাড়া রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র ও অশ্বিনী কালসেকার। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেছেন আনিস বাজমি।