ক্ষমতা হারানো ভয়ে মন্ত্রীরা বেসামাল : রিজভী
‘ক্ষমতা হারানো ও অচিরেই সকল অপকর্মের বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে সরকারের মন্ত্রীরা বেসামাল হয়ে গেছে’ এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে রিজভী বলেন, ‘দলের সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থায় রাস্তায় নামিয়ে দিয়েছে। গণমাধ্যমের সামনে সরকারের মন্ত্রীদের বক্তব্যে সমালোচনার ঝড় বইছে।’
আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ঢাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ছাত্রদলের নেতাদের বয়স নাকি বাবা-চাচাদের মতো। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের চেয়ে ৩ থেকে ৫ বছরের ছোট ছাত্রনেতারা যদি চাচাদের মতো মনে হয়, তাহলে ছাত্রলীগের নেতাদের দাদা বলে সম্মোধন করবে কি না, শিক্ষার্থীরা জানতে চেয়েছেন।’
রিজভী আরও বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ যেখানে দিশেহারা, গণমাধ্যমের হেডলাইন হয়, যেখানে মানুষের চলা এখন দায়, সেখানে মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন—মানুষের আয় ক্ষমতা ভালো, মানুষ চাইলে তিন বেলা মাংস খেতে পারেন। মন্ত্রীদের বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠেছে সরকারের দিন ঘনিয়ে এসেছে। এখন তারা জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়।’
বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে। হামলা মামলা করে আর দমিয়ে রাখা যাবে না।’
রিজভী অভিযোগ করেন, ঢাবিসহ দেশজুড়ে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী তাণ্ডবের পর গতকাল বগুড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলা এবং গুলিবর্ষণ করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় গাবতলী বিএনপি অফিসে। হামলায় গাবতলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা আহত ও গুলিবিদ্ধ হয়েছে। থানা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, গাবতলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, দুগাহাটা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিক হাসানসহ আরও অনেকে গুলিবিদ্ধ এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, পৌর ছাত্রদল নেতা আলামিন, যবদল নেতা সেলিম, আলিম, সিপন, শ্রমিক দল নেতা জুয়েল আহমেদসহ বহু নেতাকর্মীকে গুরুতর আহত করা ও পৌর যুবদল নেতা রনির ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে।’