চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ১৩ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
মো. শাহজাহান শিকদার বলেন, ‘রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় সকাল ৬ টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে। এরপর সকাল ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’
মো. শাহজাহান শিকদার আরও বলেন, ‘প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর আমরা জানতে পারিনি। তদন্ত করে এ ব্যাপারে বলা যাবে।’