অনলাইনে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ’র ভিসা
ওমরাহ’র ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করল সৌদি আরব কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালন করার জন্য কোনো এজেন্সির সহায়তা নেওয়ার দরকার হবে না। অনলাইনের মাধ্যমে যেকোনো মুসল্লি ব্যক্তিগতভাবে ওমরাহ’র জন্য ভিসার আবেদন করতে পারবেন।
নতুন এ প্রক্রিয়ায় আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ’র জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে। খবর সৌদি গেজেট-এর।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা দেওয়া হবে। সৌদি আরবের ভিশন-২০৩০-এর লক্ষ্য হচ্ছে—বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা।
ড. তৌফিক আল-রাবিয়াহ আরও জানান, ওমরাহ’র ভিসার জন্য আবেদনপত্র সৌদি আরবের বাইরে থেকে ব্যক্তিগতভাবে সাবমিট করা যাবে। ওমরাহ পালন করতে সৌদি আরবে আসা সব মুসল্লি কোনো ধরনের বাধা ছাড়াই সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারবেন।