ভাসানচরে আরও একদিন থাকছেন চীনের রাষ্ট্রদূত
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার কথা থাকলেও আরও একদিন সেখানে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৈরী আবহাওয়ার কারণে আজ শুক্রবার তিনি ভাসানচর থেকে ফেরেননি। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তথ্য নিশ্চিত করেছন।
ওসি মুহাম্মদ ইমদাদুল জানান, নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত রোহিঙ্গা নাগরিকদের অবস্থা পর্যবেক্ষণ করতে গতকাল বৃহস্পতিবার ভাসানচরে গিয়েছিলেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সফর শেষে আজ শুক্রবার দুপুরে তাঁর ঢাকায় ফিরে আসার কথা ছিল। তবে, আজ বেলা একটার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর বৈরী আবহাওয়ার কারণে তিনি পুনরায় ভাসানচর ফিরে যান।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘পূর্ব নির্ধারিত শিডিউল মোতাবেক শুক্রবার ভাসানচর ত্যাগের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। আবহাওয়া ভাল থাকলে আগামীকাল সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।’
ওসি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘রাষ্ট্রদূত লি জিমিং বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রোহিঙ্গা কক্সবাজারের তুলনায় ভাসানচর অনেক ভালো আছেন বলে রাষ্ট্রদূতকে জানান।’