ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক আহত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মামুনুর রশীদ নোমানী নামের এক সাংবাদিক আহত হয়েছেন। উপজেলার চল্লিশকাহনিয়া বাজারে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে নোমানীর মা পারুল বেগম ও বোন লিপি বেগমসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহত মামুনুর রশীদ নোমানী বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার বার্তা সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, চল্লিশকাহনিয়া এলাকার পীর শাহ রুমিয়ান ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দরবার শরীফে দোয়া-অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার গ্রামের বাড়ির পাশে ওই অনুষ্ঠানে ছেলেকে নিয়ে উপস্থিত হন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী। অনুষ্ঠানে প্রতিবেশী দেলোয়ার হোসেন ও তাঁর ছেলেও উপস্থিত হন। এর মধ্যে পুরোনো বিরোধকে কেন্দ্র করে নোমানী ও দেলোয়ারের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল শুক্রবার দুপুরে চল্লিশকাহনিয়া বাজারে সাংবাদিক নোমানীকে একা পেয়ে লোকজন নিয়ে হামলা চালান দেলোয়ার হোসেন। এতে নোমানী গুরুতর আহত হন। খবর পেয়ে নোমানীর বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এদিকে, সাংবাদিক নোমানীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিক নোমানীসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।