‘আমার সারা গায়ে আগুন, আমাকে বাঁচাও’
‘ফরহাদ, আমার সারা গায়ে আগুন; আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও’—সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর ফোন করে এভাবেই চাচাতো ভাই ফরহাদের কাছে বাঁচার শেষ আকুতি জানিয়েছিলেন মোমিনুল হক।
মোমিনুল হক বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার শিক্ষক ফরিদুল আলমের ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে সবার বড় ছিলেন মোমিনুল হক।
চোখের পানি মুছতে মুছতে ফরহাদ বলেন, ‘আমার ভাই মোমিনুল হক আমাকে বাঁচাতে বলেছিল, আমি বাঁচাতে পারিনি।’
“আমার ভাই মোমিনুল পড়ালেখার পাশাপাশি সেখানে চাকরি করতেন। কয়েক দিন আগে আমাকে বলেছিলেন, ‘তুই বাড়ি কখন যাবি। তোকে সঙ্গে নিয়ে এবার বাড়ি যাব।’ এখন ভাইকে সঙ্গে নিয়েই বাড়ি যাচ্ছি; কিন্তু, জীবিত নয় মৃত’, যোগ করেন ফরহাদ।
সীতাকুণ্ডে গতকাল শনিবার রাতে বেসরকারি ওই কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণ হয়।