তরুণ ক্রিকেটারদের দারুণ সূচনা
জাতীয় দলের মতো বাংলাদেশ যুব দলেরও দুর্দান্ত কেটেছিল গত বছর। দক্ষিণ আফ্রিকাকে দুবার আর শ্রীলঙ্কাকে একবার ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছিল লাল-সবুজের তরুণ ক্রিকেটাররা। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ঘরের মাঠের বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার প্রথম ম্যাচে ক্যারিবীয়দের দাঁড়াতেই দেয়নি তরুণ ক্রিকেটাররা, অতি সহজে আট উইকেটে জিতেছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাঁ-হাতি স্পিনার সালেহ আহমেদ শাওনের ঘূর্ণিতে দিশেহারা অতিথিরা ৩৯.২ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে গেছে। ২৪ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শাওন। দুই অফস্পিনার সাঈদ সরকার ও সঞ্জিত সাহার শিকার দুটি করে উইকেট।
ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩১ রান এসেছে গিডরন পোপের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এমানুয়েল স্টুয়ার্টের।
লক্ষ্যে পৌঁছাতে মাত্র ২০ ওভার তিন বল খেলতে হয়েছে বাংলাদেশকে। ওপেনার সাইফ হাসান ৩৯ আর চার নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ৪১ রানে অপরাজিত থেকে সহজেই জয় এনে দিয়েছেন স্বাগতিকদের।
আগামী ১৪ ও ১৬ জানুয়ারি সিরিজের পরবর্তী ম্যাচ দুটো হবে চট্টগ্রামে।