মৌসুমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ
গতকাল রোববার কিশোরগঞ্জে আরএফএলের একটি শোরুম উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শোরুম উদ্বোধনের জন্য সেখানে গিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি নিরাপদে ঢাকায় ফিরেছেন। কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শহীদি মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনটিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মারুফ আহম্মেদ।
মারুফ আহম্মেদ বলেন, ‘গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জের শহীদি মসজিদের পাশে আরএফএলের একটি শোরুম উদ্বোধন করার জন্য এসেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। খবর পেয়ে আগে থেকেই সেখানে তাঁর ভক্তরা জরো হতে থাকেন। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে মৌসুমীর কয়েকটি টিভি বিজ্ঞাপন প্রজেক্টরের মাধ্যমে দেখানো হলে শহীদি মসজিদ ও মাদ্রাসা থেকে অভিযোগ আসে। এর জের ধরে নায়িকা মৌসুমীর ভক্ত ও মসজিদ কর্তৃপক্ষর মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। মসজিদ কর্তৃপক্ষ মনে করেছিল সেখানে কোনো নাচ-গানের অনুষ্ঠান হবে। তবে আরএফএল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হন যে এটা একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠান। পরে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষের সময় নায়িকা মৌসুমী রেস্ট হাউজে নিরাপদে ছিলেন।’
এ বিষয়ে জানার জন্য নায়িকা মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি বলেন, ‘একটি শোরুমের উদ্বোধন করতে মৌসুমী সেখানে গিয়েছিল। সে ছিল রেস্ট হাইজে, সন্ধ্যায় তাঁর শোরুমটি উদ্বোধনে যাওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় মসজিদ ও মাদ্রাসার সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মৌসুমী সেখানে না গিয়ে ঢাকায় চলে আসে।’
ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ওমর সানি আরো বলেন, ‘এরই মধ্যে কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে যে মৌসুমী থানায় গিয়ে আশ্রয় নিয়েছিল। ঘটনাস্থলে তো সে ছিলই না, তাহলে আক্রান্ত হয় কীভাবে? এ ধরনের ভিত্তিহীন খবর প্রকাশ করা হলে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।’