গাছের সঙ্গে বাসের ধাক্কা : দিনাজপুরে নারীসহ নিহত ৩
দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার রাতে সদর উপজেলার রামডুবি ব্যাংকালী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন পুরুষ যাত্রী, যার নাম জানা যায়নি।
স্থানীরা জানান, দ্রুতগামী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর বিকট শব্দ হয়। শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন।
দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, নিহতদের মধ্যে আব্দুর রহিমের (৪০) বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন নিশা মারা গেছেন। অপর নিহত এক পুরুষের নাম-ঠিকানা জানা যায়নি।
মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহত ১৮জনের চিকিৎসা একই হাসপাতালে চলছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।