পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে তিন দিনের শোক, দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের দুই বৈজ্ঞানিক কর্মকর্তা ও এক প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় আজ মঙ্গলবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে সংস্থাটি। দুপুরে নিহতদের স্মরণে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল। এদিকে, এ দুর্ঘটনায় মূল অভিযুক্ত বাসচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
জানা গেছে, আজ দুপুরে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নিহত বৈজ্ঞানিক কর্মকর্তাদের স্মরণে দোয়া মাহফিল হবে। ওই দোয়া মাহফিলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জিয়াউল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, তিন কর্মকর্তা মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত বাসচালক মারুফ হোসেন মুন্না (২৪) মারা গেছেন। তিনি চাঁদপুর জেলার শাহারাস্তি থানার বোয়ালিয়া গ্রামের মোস্তাফা কামালের ছেলে। মুন্না থাকতেন মিরপুর দারুস সালামের লালকুটি এলাকায়।
গতকাল সোমবার রাতে তদন্তকারী কর্মকর্তা রাজধানীর শেরে বাংলা থানার এসআই পলাশ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এসআই পলাশ চৌধুরী জানান, বেপরোয়া গতিতে বাস চালিয়ে হত্যা ও ক্ষতিসাধনের অভিযোগে চালক মুন্নার বিরুদ্ধে সাভার হাইওয়ে থানার এএসআই ফজলু বাদী হয়ে মামলা করেন। সাভার মডেল থানায় এ মামলা করা হয়। পরে পুলিশ নিশ্চিত হয় যে, প্রধান অভিযুক্ত ওই বাসচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত বাসচালক মুন্নাকে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওইদিন বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত রোববার সকালে রাজধানী থেকে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বহন করা একটি বাস সাভারে যাচ্ছিল। অপর দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা দেয়, পরে মহাসড়কের আইল্যান্ডের ওপরে বাসটি উঠিয়ে দেয়। এরপর কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ওই দুই বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন।
পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রকৌশলী কাওছার রাব্বি, আরিফুজ্জামান, পুজা সরকার ও তাঁদের গাড়ির চালক রাজীবকে মৃত ঘোষণা করেন।
এদের মধ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার অন্তঃসত্ত্বা ছিলেন। অন্যদিকে, প্রকৌশলী কাউছার আহমেদ রাব্বির স্ত্রী ডা. নীলুফার ইয়াসমিন নিলা সন্তানসম্ভবা।