‘হয়েটসে’র ওয়েবসাইটে বাংলা সিনেমা, অস্ট্রেলিয়ায় ‘পাপ পুণ্য’
বিশ্বের প্রথম সারির সিনেমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হয়েটস’ অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৫০ টিরও বেশি শহরে রয়েছে ‘হয়েটসে’র শাখা। অস্ট্রেলিয়া ভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মসের উদ্যোগে এবার সেখানে ( ১১ জুন) মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘পাপ পুণ্য’ সিনেমা।
প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, ‘হয়েটসে’র ওয়েবসাইট থেকে সরাসরি বাংলাদেশি সিনেমার টিকেট বিক্রি হচ্ছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশি অধ্যুষিত শহরের সিনেমা হলগুলোতে পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে।
এ প্রসঙ্গে বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম মান্নান বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ও সবাইকে নিকটস্থ সিনেমা হলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
‘পাপ-পুণ্য’ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন প্রমুখ।
২০১৯ সালের ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর মোট ৩৪ দিনে শুট শেষ হয় ‘পাপ-পুণ্য’ সিনেমার। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ভাষ্য, “‘পাপ-পুণ্য’ আমার চতুর্থ সিনেমা হলেও লাভ ট্রিলজির প্রথম পার্ট ‘মনপুরা’ ও দ্বিতীয় পার্ট ‘স্বপ্নজাল’-এর পর এটি হতে যাচ্ছে তৃতীয় ও শেষ পার্ট।”