আঙুল ভেঙে শ্রীলঙ্কা সফর শেষ শন অ্যাবটের
নেটে ব্যাট করতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পান অস্ট্রেলীয় ক্রিকেটার শন অ্যাবট। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল থেকে ছিটকে পড়েন তিনি।
অবশ্য অ্যাবট শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির দলে ছিলেন না। দুটি চার দিনের ম্যাচের ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল তাঁর।
ক্রিকেট অস্ট্রেলিয়া টি-টোয়েন্টির জন্য অ্যাবটের বদলি কারো নাম ঘোষণা করেনি। তবে 'এ' দলে তাঁর পরিবর্তে স্কট বোল্যান্ডকে ডাকা হয়েছে।
এদিকে পিটার হ্যান্ডসকম্ব সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছেন। তাঁর বদলি হিসেবে 'এ' দলে নেওয়া হয়েছে জিমি পিয়ারসনকে।