রামপালে অগ্নিকাণ্ডে পুড়েছে ডাকঘরসহ ৫ দোকান
বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি দোকান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রামপাল উপজেলার চাকশ্রী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাকশ্রী বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে আজ সন্ধ্যা ৭টার দিকে কৃষি ব্যাংক ও চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল) বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশে। এ সময় একটি জ্বালানি তেলের দোকান, ডাকঘর, একটি কাপড় ও চায়ের দোকানসহ মোট ৬টি ঘর পুড়ে যায়। আগুন লাগার পর স্থানীয় অপর দোকানি ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর খবর পেয়ে রাত ৮টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্তলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।