মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এক বিক্ষোভ সমাবেশে শেষ হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ বলেন, ‘ভারতের বিজেপির দুই নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল (সা.)-কে নিয়ে মিথ্যাচার করেছে। এটির প্রতিবাদ হওয়া উচিত।’
এ সময় অধ্যাপক ইফতেখার প্রতিবাদের অংশ হিসেবে ভারতীয় পণ্য ও সেদেশীয় টিভি চ্যানেল বর্জনের ডাক দেন।
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোতে বিক্ষোভ শুরু হয়।