রবার্তোর সঙ্গে চুক্তি নবায়ন করল বার্সা
চলতি মাসেই বার্সেলোনার সঙ্গে সার্জিও রবার্তোর চুক্তির মেয়াদ শেষ হতো। তবে শেষ হওয়ার আগেই স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি সারল কাতালান ক্লাবটি। রবার্তোর সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছে বার্সা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত বার্সায় থাকছেন রবার্তো।
এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে নতুন চুক্তিতে রবার্তোর রিলিজ ক্লজ হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।
নতুন চুক্তির পর ক্লাবটির ওয়েবসাইটে এক ভিডিওতে নিজের স্বস্তির কথা জানান রবার্তো। তিনি বলেন, ‘আমি খুব খুশি। আমাদের কোচ আমাকে বলেছেন চোটকে পেছনে ফেলে এগিয়ে যেতে। প্রথম মুহূর্ত থেকেই তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন।’
রবার্তো আরো বলেন, ‘আমি আমার অর্ধেক জীবন এই ক্লাবে ছিলাম। নতুন বছরটিও উপভোগ করব। ভক্তদের আনন্দ ফিরিয়ে দিতে চাই।’
১৪ বছর বয়সে কাতালুনিয়ার আরেক ক্লাব জিমনাস্তিক থেকে বার্সেলোনায় নাম লেখান রবার্তো। ২০১০ সালে তখনকার কোচ পেপ গুয়ার্দিওলার অধীনে অভিষেক হয় তার। এরপর থেকে বার্সাতেই আছেন তিনি।