হতাশা দূরে ঠেলে সাফল্য পেতে আশাবাদী এমবাপ্পে
উয়েফা নেশন্স লিগে একে একে তিনটি ম্যাচ খেলে ফেলেছে ফ্রান্স। কিন্তু তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি বিশ্বচ্যাম্পিয়নরা। একটিতে মিলেছে হার, বাকি দুটিতে ড্র।
এমন বাজে পারফরম্যান্সে হতাশা হওয়াই স্বাভাবিক। তবে সেই হতাশা পেছনে ফেলে পরের ম্যাচে সাফল্য পেতে আশাবাদী দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল শুক্রবার রাতে নেশন্স লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা।
নিজেদের মাঠে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের লড়াইয়ে আন্দ্রেয়াস ভাইমানের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। সেখান থেকে গোল করে কোনো মতে দলকে ড্রয়ের স্বস্তি দেন এমবাপ্পে।
বর্তমানে নিজেদের গ্রুপে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ফ্রান্স। তবে পেছনের টানা ব্যর্থতা ভুলে ক্রোয়াটদের বিপক্ষে পরের ম্যাচে জয় পেতে মুখিয়ে ফ্রান্স।
দলের তারকা ফরোয়ার্ড এমবাপ্পে বলেন, ‘আমরা জিততে পারিনি। এখানে যে জন্য এসেছিলাম, তা করতে পারিনি। তবে এই পয়েন্ট আমাদের একটা প্রাপ্তি। চেষ্টা করব সোমবারের ম্যাচ জিততে। আমি শতভাগ (ফিট) নই। তবে কোচের যদি আমাকে প্রয়োজন হয়, অবশ্যই প্রস্তুত থাকব। ছুটির আগে এটিই শেষ ম্যাচ, নিজেদের আরেকটু অনুপ্রাণিত তাই করতেই পারি।’
পিএসজি তারকা আরো বলেন, ‘তিন পয়েন্ট পাওয়া খুব ভালোভাবেই সম্ভব ছিল। আমি অবশ্যই হতাশ যে এতগুলো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি আমরা। তবে দুর্ভাবনা নেই। অনেক সময়তো সুযোগ কম পেলেও গোল আমরা বেশি করে ফেলি। আমাদের ফুটবলারদের অনেকেই ক্লান্ত, টুকটাক কিছু চোট সমস্যা আছে। তবে এগুলো অজুহাত নয়।’